বাহরাইনে করোনায় রাজবন্দিদের মুক্তির দাবীতে বিক্ষোভ

(বাহরাইনে করোনায় রাজবন্দিদের মুক্তির দাবীতে বিক্ষোভ–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনের কারাগারে আটক রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবীতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দেশটির জনগণ। বাহরাইনে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারি  ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এসব বন্দির মুক্তি দাবী করছেন তাদের স্বজনরা। 
সামাজিক ও রাষ্ট্রীয় বৈষম্যের অবসান এবং জনগণের অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা প্রবর্তনের দাবীতে ২০১১ সাল থেকে বাহরাইনে সরকারবিরোধী আন্দোলন চলে আসছে। আন্দোলন দমনের অংশ হিসেবে সরকার হাজার হাজার নাগরিককে আটক করে কারাগারে রেখেছে।
বন্দিদের দ্রুত মুক্তি নিশ্চিত করতে রোববার অনুষ্ঠিত সমাবেশ থেকে আল-খলিফা সরকারের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।
এরই মধ্যে বাহরাইনের কারাগারে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, কারাগারে কতসংখ্যক বন্দি করোনায় আক্রান্ত হয়েছেন সে সম্পর্কে সরকার সঠিক তথ্য না দেওয়ায় তার নিন্দা জানিয়েছেন সমাবেশের আয়োজকরা। এ সময় বিক্ষোভকারীরা আল-খলিফা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন।
এর আগে গত বৃহস্পতিবার বাহরাইনের প্রভাবশালী ও প্রবীণ আলেম শেখ ঈসা কাসিম সতর্ক করে বলেছেন, বন্দিরা কারাগারে মৃত্যুর মুখোমুখি অবস্থান করছেন। এ কারণে তিনি বন্দিদের মুক্তি দাবী জানান। (সূত্র: তাসনিম নিউজ)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.