বার্সা কি পারবে দুর্দশা কাটাতে?

বিটিসি স্পোর্টস ডেস্ক: লা লিগায় পয়েন্ট টেবিলের দুর্দশা কাটিয়ে উঠতে আজ শনিবার (০৭ নভেম্বর) রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। লিওনেল মেসির অফ ফর্ম নিয়ে নয়, কাতালানদের রক্ষণভাগ নিয়ে চিন্তিত কোচ রোনাল্ড কোম্যান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায়।

সুসময়ের খোঁজে বার্সেলোনা। ৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ১২ নম্বরে। আরও চিন্তার বিষয়- লিওনেল মেসির অফ ফর্ম। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে পেনাল্টি থেকে করা ৪ গোলই আর্জেন্টাইন তারকার সম্বল। তারপরও আশা ছাড়ছেন না কোচ।

বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান বলেন, ‘আমি বহুবার বলেছি, মেসির আরও অনেক কিছু দেয়ার আছে এবং যে ম্যাচগুলোতে আমরা আক্রমণাত্মক প্ল্যান সাজাই সেখানে সে বড় ভূমিকা রাখে। মানসিকভাবে সে শক্ত আছে। মাঝে মাঝে সবারই এমন সময় আসে যখন সব ঠিক থাকলেও গোলের দেখা পাওয়া যায় না।’

লা লিগায় এ মৌসুমে সর্বাধিক ২৮টি শট নিয়েও স্কোর করতে পারেননি মেসি। সেরা খেলোয়াড়ের বিমর্ষ চেহারার প্রতিচ্ছবি পুরো দলে। ঘরোয়া লিগে ৬ ম্যাচে কাতালানদের জয় মাত্র ২টিতে। শেষ ৪ ম্যাচে জয়হীন তারা।

ইনজুরির কারণে এ ম্যাচেও থাকছেন না কৌতিনিয়ো। তবে, গোলপোস্টে স্টেইগেন ফেরায় স্বস্তিতে বার্সা। শুরুর একাদশে ফিরতে পারেন লেংলেট ও সার্জি রবার্তো। রক্ষণভাগ নিয়ে দুশ্চিন্তা সবচেয়ে বেশী। রিয়াল বেতিসের মতো দলের বিপক্ষে ম্যাচ নিয়েও ভাবতে হচ্ছে কোম্যানকে।

রোনাল্ড কোম্যান আরও বলেন, ‘আগের দিন ডায়নামো কিয়েভের বিপক্ষে যে ভুলগুলো হয়েছে, বিশেষ করে রক্ষণভাগে, এরপর বলতে বাধ্য হচ্ছি যে- এ ম্যাচটাতেও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আরও মনযোগী হতে হবে, গুছিয়ে খেলতে হবে।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.