বাবরের সেঞ্চুরিতে ক্যারিবীয়দের হারাল পাকিস্তান

বিটিসি স্পোর্টস ডেস্ক: লক্ষ্যটা ছিল খুব কঠিন ছিল। জিততে হলে পাকিস্তানকে তিনশ রান তাড়া করতে হতো। কিন্তু অধিনায়ক বাবর আজমের দৃঢ়তায় সেই কঠিন চ্যালেঞ্জ ঠিকই পার করেছে পাকিস্তান। বাবরের সেঞ্চুরি খুশদিল শাহর দুর্দান্ত ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল স্বাগতিকরা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে ১৪ বছর পর মুলতানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাল পাকিস্তান। মুলতানে ক্রিকেট ফেরার ম্যাচেই ৫ উইকেটে জিতল স্বাগতিক দল। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাবর আজমের দল।
এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে স্কোরবোর্ডে ৩০৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। সেঞ্চুরি করেন শাই হোপ। ১৩৪ বলে ১২৭ রানের ইনিংস উপহার দেন তিনি। তাঁর সঙ্গে ৮৩ বলে ৭ চারে ৭০ রানের ইনিংস খেলেন শামার ব্রুকস। ৩২ রান করেন রভম্যান পাওয়েল।
রান তাড়া করতে নেমে ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান। এই প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনশ রান তাড়া করে জিতল পাকিস্তান। এর আগে ২০০৮ সালে আবু ধাবিতে ২৯৫ রানের লক্ষ্য তাড়া করে জয় ছিল আগের রেকর্ড।
দলের জয়ের ম্যাচে ১০৭ বলে ৯ চারে ১০৩ রানের ইনিংস খেলেন বাবর। এ ছাড়া ২৩ বলে ৪ ছক্কা ও একটি চারে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলে জয় খুশদিল। ৭১ বলে করেন ৬৫ রান করেন ইমাম। আর কিপার-ব্যাটসম্যান রিজওয়ান করেন ৫৯ রান। একই মাঠে আগামীকাল শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ফের ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ৩০৫/৮ (হোপ ১২৭, মেয়ার্স ৩, ব্রুকস ৭০, পুরান ২১, কিং ৪, পাওয়েল ৩২, শেফার্ড ২৫, আকিল ৮, জোসেফ ১*, ওয়ালশ ২*; আফ্রিদি ১০-১-৫৫-২, হাসান ১০-০-৬৮-০, রউফ ১০-০-৭৭-৪, নওয়াজ ১০-০-৬১-১, শাদাব ১০-০-৩৭-১)
পাকিস্তান: ৪৯.২ ওভারে ৩০৬/৫ (ফখর ১১, ইমাম ৬৫, বাবর ১০৩, রিজওয়ান ৫৯, খুশদিল ৪১*, শাদাব ৬, নওয়াজ ৮*; সিলস ৯.২-০-৫৩-১, শেফার্ড ৯-০-৭০-১, জোসেফ ১০-০-৫৫-২, মেয়ার্স ৬-০-৩৯-০, আকিল ১০-০-৫০-১, ওয়ালশ ৫-০-৩৯-০)
ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী।
সিরিজ: তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে পাকিস্তান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.