বাগেরহাট প্রেসক্লাবে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধণা

বাগেরহাট প্রতিনিধি: বদলী জনিত বিদায় উপলক্ষে বাগেরহাট জেল্ াপ্রশাসক মোঃ মামুনুর রশীদকে সংবর্ধণা দিয়েছেন বাগেরহাট প্রেসক্লাব। আজ শনিবার (০২ জানুয়ারী) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা ও আলোচনা সভার মধ্য দিয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, শেখ আহসানুল করিম, বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দার, সহ-সভাপতি নকিব সিরাজুল হক, সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণ প্রসাদ চক্রবর্তী, আলী আকবর টুটুল, সহ-সাধারণ সম্পাদক আজমল হোসেন, প্রেসক্লাবের সদস্য আকমল উদ্দিন সাখি, ইয়ামিন আলী, এসএম সামসুর রহমান প্রমুখ।
প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক অধ্যাপক এবিএম মোশারফ হোসাইনের সভাপতিত্বে বাগেরহাট জেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যম কর্মীরা আলোচনা সভায় অংশগ্রহন করেন।
বিদায়ী সংবর্ধণায় জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেন, খানজাহান আলী (রহ)সহ বিভিন্ন মহা মানুষের পূন্য ভূমি বাগেরহাট। বাগেরহাটের মানুষের মধ্যে একটা অন্যরকম কর্মস্পৃহা ও আত্মিক শক্তি রয়েছে। যার ফলে বাগেরহাটের মানুষ সব ক্ষেত্রে একটু বেশি আন্তরিক।
বাগেরহাটে থাকা অবস্থায় চেষ্টা করেছি মানুষের সাথে আন্তরিকভাবে কাজ করার। তারপরও সব দায়িত্ব পালন করতে পারিনি। সবকিছু মিলিয়ে বাগেরহাটের গণমাধ্যমকর্মীরা আমাকে সব ধরণের সহযোগিতা করেছেন। যেখানেই যাই না কেন বাগেরহাটের মাটি ও মানুষের প্রতি আমার আন্তরিকতা থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.