বাগেরহাটে সুবিধা বঞ্চিত নারীদের সেলাই প্রশিক্ষন কর্মসূচীর উদ্বোধন


বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে সুবিধা বঞ্চিত নারীদের সেলাই প্রশিক্ষন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২৩সেপ্টেম্বর) দুপুরে লায়ন্স ক্লাব অব বাগেরহাট গ্রীন এর কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠিানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মুছাব্বেরুল ইসলাম।বাগেরহাট লায়ন্স গ্রীন ক্লাবের প্রেসিডেন্ট রিজিয়া পারভীনের সভাপতিত্বে ও সেক্রেটারী মনি মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এক সাংবাদিক আহাদ উদ্দিন হায়দার, ভাইস প্রেসিডেন্ট দুই মোজাহিদ আহমেদ, ট্রেজারার শিল্পি খাতুন, সদস্য কাজী আলি আশরাফ টিটো প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তিতায় বলেন, ঘুর্নিঝড় বুলবুল, আম্ফান ও করোনাকালীন সময়ে লায়ন্স ক্লাব অব বাগেরহাট গ্রীন অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছে। নারীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই প্রশিক্ষন একটি গুরুত্বপূর্ন আয়বর্ধক কর্মসূচী। এই আয়োজন করার জন্য লায়ন্স ক্লাব অব বাগেরহাট গ্রীন ধন্যবাদ পাওয়ার যোগ্য।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.