বাগেরহাটে শহরে সাড়ে ৬ হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে অবৈধভাবে ৬ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২ আগস্ট) দুপুরে র‌্যাব-৬ ও বাগেরহাট জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে বাগেরহাট শহরের নাগের বাজার এলাকার সুমন সাহার গুদামে অভিযান চালিয়ে তেল মজুদের দায়ে সুমুন সাহাকে জরিমানা করা হয়।
বাগেরেহাট জেলা প্রশাসনের সহকারি কমিশনার রাকিব হাসান চৌধুরি এই ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন।
র‌্যাব-৬ এর সহকারি পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার তাকের আনাম বান্না বলেন, কৃত্রিম সংকট তৈরি করে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির জন্য চারশ কার্টুনে ৬ হাজার ৫০০ লিটার তেল মজুত রাখা হয়েছিল।
অবৈধভাবে তেল মজুদের দায়ে কৃষি বিপনন আইন অনুযায়ী ব্যবসায়ী সুমন সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে ২৪ ঘন্টার মধ্যে অবৈধ মজুদ করা তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.