মেট্রোরেলের একাদশ চালান পৌঁছেছে মোংলা বন্দরে

বাগেরহাট প্রতিনিধি: মেট্রোরেলের একাদশ চালানের ৮টি বগী, ৪টি ইঞ্জিন ও ৩৪ প্যাকেজ মেশিনারী পণ্য পৌছেছে মোংলা বন্দরে। সোমবার (২২ আগস্ট) সকালে বন্দরের ৭ নম্বর জেটিতে বগী ও ইঞ্জিন নিয়ে নোঙর করে বিদেশী জাহাজ এম,ভি হোসি ক্রাউন। ২৪ ঘন্টার মধ্যে এসব সরঞ্জাম খালাস শেষ হবে বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।
এর আগে গত ২৭ জুলাই জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. মূসা বিটিসি নিউজকে বলেন, মোংলা বন্দরে মেট্রোরেলের ৮টি বগি পৌঁছেছে। খুব দ্রুত এসব সরঞ্জাম খালাস শেষ হবে।
বিদেশী জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানীর ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুজ্জামান বিটিসি নিউজকে জানান, জাপানের কোবে বন্দর থেকে ৮টি রেলওয়ে কোচ ও ৪টি ইন্জিনসহ ৩৪ বক্স মেশিনারী পণ্য এসেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.