বাগেরহাটে ভ্রাম্যমান আদালত ৭টি মামলা ও ৯৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৭ মামলায় ৫ জনকে জরিমানা ৯৫ হাজার টাকা আদায় করেছে। আজ শনিবার (৩অক্টোবর) জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের নির্দেশনার আলোকে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

ভ্রাম্যমান আদালতের বিচারক আরাফাত সিদ্দিকী বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ওজনে কারচুপি, পরিমাপক যন্ত্রে ত্রুটি থাকা ও ভেরিফিকেশন সনদ না থাকা এবং সরকার নির্ধারিত পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার না করায় যথাক্রমে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এবং ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ এর বিভিন্ন ধারায় মোট ৭টি মামলাতে ৫ জনকে সর্বমোট ৯৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়েছে।

তিনি আরো বলেন ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহায়তা প্রদান করেন বিএসটিআই, খুলনা এবং জেলা পুলিশের সদস্যগণ । জনস্বার্থে জেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.