বাগেরহাটে ইয়াবা-নগদ ৩ লক্ষ টাকাসহ আটক-১

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট থেকে ১৫২০ পিস ইয়াবা, নগদ অর্থ, মুঠোফোন ও সিমকার্ডসহ মো. তরিকুল সরদার (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

মোল্লাহাট উপজেলার সোনাপুরা মধ্যপাড়া গ্রামের কুদ্দুস মোল্লার বাড়ির সামনে থেকে র‌্যাব-৬ খুলনার সদস্যরা তরিকুলকে আটক করে। এসময় ১ হাজার ৫২০ পিস ইয়াবা, নগদ ৩ লক্ষ ৬ হাজার টাকা, ৩টি মোবাইল ফোন সেট, ৫টি সিমকার্ড এবং একটি সিম কার্ড থেকে বিকাশের মাধ্যমে ৬২ হাজার টাকা উদ্ধার করে র‌্যাব।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৬ এর পাঠানো এক প্রেস বিজ্ঞতিতে এসব তথ্য জানানো হয়। তরিকুল সরদার গোপালগঞ্জ জেলা সদরের মোহাম্মদপাড়া এলাকার মো আবু সাইদের ছেলে।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৬ কর্মকর্তা মেজর মো. আনিস-উজ-জামান বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে মোল্লাহাট উপজেলার সোনাপুরা মধ্যপাড়া গ্রামের কুদ্দুস মোল্লার বাড়ির সামনে অভিযান চালিয়ে তরিকুল সরদারকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে মোল্লাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.