বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে এ পর্যন্ত ১০জন প্রার্থী


বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমরায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে এ পর্যন্ত ১০জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করছেন। তবে বিএনপি ও জামায়াতের ভোট বর্জনে ওই দুই দলের কোন প্রার্থী নেই। এমনকি ওই দুই দলের কোন সমর্থকও নির্বাচনে অংশ গ্রহণ করছেন না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।
দ্বিতীয় ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামীকাল রোববার ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই হবে ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। ভোট গ্রহণ ২১ মে।
বাগমারা উপজেলা পরিষদে এবার চেয়ারম্যান পদে ৩জন সিডি গ্রহণ করেছেন। তারা হলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু, জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ও কাটাখালি আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক নাছিমা আকতার ও উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক (আর্ট বাবু)।
তবে শনিবার মনোনয়নপত্র জমা দেয়ার একদিন বাঁকি থাকতে বিকাল ৩টা পর্যন্ত ওই পদে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু মনোনয়নপত্র জমা দিয়েছেন অনলাইনে।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী টাকা জমা দিয়ে ভোটার তালিকার সিডি উত্তোলন করেছেন। তারা হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আকতার বেবী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও হাটগাঙ্গোপাড়া হাইস্কুলের সহকারি শিক্ষিকা কোহিনুর বানু, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও মচমইল ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক শাহিনুর খাতুন ও খন্দকার শাহিদা আকতার। আজ বেলা ৩টা পর্যন্ত খন্দকার শাহিদা আকতার বাদে সবাই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
একই ভাবে ভাইস চেয়ারম্যান পদে ৩জন সিডি গ্রহণ করেছেনন এরা হলেন, সহকারী অধ্যাপক ওহিদুল ইসলাম, আতাউর রহমান ও শহিদুল ইসলাম। আতাউর রহমান শনিবার মনোনয়নপত্র জমা দিয়েছে। শহিদুল ইসলাম জমাদানে প্রক্রিয়াধীন অপরজন অধ্যাপক ওহিদুল ইসলাম জমাদানে বিরত থাকছেন বলে তিনি জানিয়েছেন।
এদিকে গতকাল সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মচমইল ডিগ্রী কলেজের সহঃ অধ্যাপিক শাহিনূর খাতুন। শনিবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে গিয়ে নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদের হাতে মনোনয়ন ফরম দাখিল করেন সহঃ অধ্যাপিকা শাহিনুর খাতুন। তিনি বাগমারা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি।
মনোনয়ন ফরম দাখিল কালে সহঃ অধ্যাপিকা শাহিনুর খাতুনের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যোগীপাড়া ইউনিয়ন মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ইসরাত জাহান বিউটি, উপজেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি কহিনুর বেগম, মাড়িয়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি সুফিয়া বেগম, সাধারণ সম্পাদক আঞ্জুয়ারা বেগম, বড় বিহানালী ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক কবরী ইয়াসমিন, উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলরুবা, শুভডাঙ্গা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি রজুফা বেগম, আউচপাড়া ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি মালতি বেগম, তাহেরপুর পৌর যুব মহিলা লীগের সভাপতি দুলালী বেগম সহ নেতৃবৃন্দ। এর পর দুপুরে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও হাটগাঙ্গোপাড়া হাইস্কুলের সহকারি শিক্ষিকা কোহিনুর বানু তার অনুসারীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন বলে জানা গেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.