বাগমারা উপজেলা ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত


বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা – ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সদর ভবানীগঞ্জ শিশু পার্ক চত্বরে দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় বেলা সাড়ে ১১টার দিকে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য দেন, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভাবনী মেলায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মনিরা খাতুন, মৎস্য অফিসার রবিউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সহকারী প্রোগ্রামার তাজুল ইসলাম মিলান, বাগমারা থানা অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার আব্দুল মুমীত, জনতা ব্যাংকের ব্যবস্থাপক নাজমুল শরিফ প্রমূখ।
উপজেলা বিভিন্ন দপ্তরের, শিক্ষা প্রতিষ্ঠান সহ ৩০ টি স্টল থেকে ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল সেবার বিষযয়ে মেলার আগত দর্শনার্থীদের মধ্যে তুলে ধরেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানের প্রথম পর্বের শেষে উপজেলা নির্বাহী অফিসার সহ আমন্ত্রিত অতিথিরা এসব স্টল পরিদর্শন করেন। এবারে উদ্ভাবনী মেলার প্রধান শ্লোগান ছিল ‘উদ্ভাবনী জয়োল্লাস স্মার্ট বাংলাদেশ’।
বিকাল ৫ ঘটিকায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা সমাপ্তি ঘটে। এবারে মেলায় উপজেলা কৃষি দপ্তরের বারোমাসী কাঁঠালের উপস্থাপন করা ও খাওয়ার বিষয়টি ছিল অন্য রকম। এছাড়া সকল দপ্তরের কার্যক্রম যথাযথ পালিত হয়েছে বলে জানা গেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মোঃ আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.