বাগমারায় এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময়


বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় কর্মরত সাংবাদিকদের সাথে চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় নির্বাহী কর্মকর্তা বলেন, আগামী ১৪ নভেম্বের থেকে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষায় কেউ যেন অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে অবহিত করা হয়। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে কোন প্রকার ইলেকট্রনিক্স সরঞ্জামাদী নিয়ে প্রবেশ করতে পারবে না। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজ দূরুত্ব পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। সেই সাথে গঠনমূলক সংবাদ পরিবেশন করতে সাংবাদিকদের আহŸান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, সাংবাদিক আফাজ্জল হোসেন, ইউসুফ আলী সরকার, মাহফুর রহমান প্রিন্স, আকবর আলী, রাশেদুল হক ফিরোজ, জিল্লুর রহমান দুখু, নূরকুতুবুল আলম, শামীম রেজা প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মোঃ আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.