বাগমারায় মাটিবোঝাই ট্রাক্টর উল্টে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় মাটিবোঝাই ট্রাক্টর উল্টে আল আমীন (৩৬) নামে এক চালক নিহত হয়েছেন। তবে নিহত চালক আল আমীন নিজেই ওই ট্রাক্টরের মালিক। সে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার খাজাপাড়া মহল্লার আজাহার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১২ মার্চ) ভোরে আল আমীন অন্যদের মত উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের কনোপাড়া সফসারা দিঘীর সংলগ্ন নজরুল ইসলামের নতুন খননকৃত পুকুর থেকে মাটি নিয়ে শ্রীপুর ইউনিয়নের একটি ভাটায় মাটি বহন করছিল। এলাকায় অবৈধ ভাবে পুকুর খনন বন্ধ থাকায় রাতের অন্ধকারে মাটিবোঝাই গাড়ি বহন করতেই এমন বিপত্তি ঘটে।
নিহত আল আমিনের নিজের গাড়ি হলেও চালক হিসেবে তেমন তিনি পাকা ছিলেন না। এতে দিঘী পার হয়ে জনৈক ইসমাইলের জমির পাশে সড়কের ব্যাক ঘুরতে গিয়ে উল্টে যায়।
এতে ঘটনার স্থলে গাড়ীর নীচে পড়ে আল আমীন নিহত হয়। বিষয়টি জানাজানি হলে মাটি কাটা কাজে নিয়োজিত ভেকু মেশিনসহ সকল ট্রাক্টরচালক পালিয়ে যায়।
পরে বাগমারা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এদিকে পুকুর খনন বিষয়ে এলাকার জনৈক ইসরাইল ও নজরুলসহ কয়েক জন পুকুর খননকারী কাজে ঠিকাদারকে দোষছেন। তাদের কারনে এলাকায় অবৈধ ভাবে পুকুর খনন করে রাস্তা-ঘাট নষ্ট হচ্ছে বলে ফেস বুকে অভিযোগ তুলেছেন সাজুড়িয়াগ্রামের সুমনশাহ, রাজু মোল্লা, নায়েম ইসলাম, বকুল মেম্বরসহ অনেকে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার উিউটি অফিসার এস আই জাহাঙ্গীর আলম বিটিসি নিউজকে বলেন, ভোরে সড়ক দূর্ঘটনায় আল আমীন নামে এক গাড়ির মালিক বা চালক নিহত হয়েছে।
খবর পেয়ে থানার ওসি (তদন্ত) ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছেন। কোন অভিযোগ না পাওয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.