বাগমারায় বিষমুক্ত সবজি চাষে ঝুঁকে পড়ছে কৃষক


বাগমারা প্রতিনিধি: বাগমারার বেশ কিছু ইউনিয়নের কৃষকরা বিষমুক্ত সবজি চাষে ঝঁকে পড়ছেন। বিষমুক্ত সবজি দামে বেশী হলেও চাহিদা বাড়ছে। বেশী ভাগ জমিতে বিষ প্রয়োগ করে আবাদ করা হয়। এতে করে রোগ বালাই বাড়ছে, এমনটি যেনে সচেতন ক্রেতারা বিষমুক্ত সবজি ক্রয়ে আগ্রহী। চাহিদা ও দামে লাভ হওয়ায় বিষমুক্ত আবাদ করে অনেক কৃষক লাভবান হচ্ছেন। এই কাজে উপজেলা কৃষি বিভাগ কৃষকদের সার্বিক সহায়তার পাশাপাশি সরকারি প্রণোদনারও ব্যবস্থা করে দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।
উপজেলা কৃষি বিভাগ জানায়, উপজেলার বাসুপাড়া, গোয়ালকান্দি, মাড়িয়া,হামিরকুৎসা, দ্বীপপুর ও বড়বিহানালী ইউনিয়নে কৃষান-কৃষানীকে রাসায়নিক সার কীটনাশক ছাড়াই ফসল উৎপাদনের উপর প্রশিক্ষন দেওয়া হয়। চলতি রবি মৌসুমে কৃষকরা জৈব পদ্ধতিতে ফুলকপি, বাঁধাকাপি, শসা, বেগুন ও টমাটো সহ বিভিন্ন সবজি চাষ করেছেন। প্রশিক্ষিত এসব কৃষকরা এসব তাদের আবাদকৃত এসব সবজি বাজারে বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন বলে তারা জানায়।
বাসুপাড়া ইউনিয়নের বালানগর গ্রামের কৃষক আনিছুর রহমান ও মাড়িয়ার কৃষক লুৎফর রহমান জানান, আগে সবজি চাষে তিনি পর্যাপ্ত পরিমান রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করতেন। কিন্তু চলতি রবি মৌসুমে উপজেলা কৃষি বিভাগের পরামর্শে সবজি চাষে জৈব সার ও জৈবিক বালাইনাশক ব্যবহার করেছেন। এতে তিনি আশানুরুপ ফল পেয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক জানান, উপজেলার আইপিএম মডেল ইউনিয়নের ৫০০ কিষান-কৃষানিকে বিষমুক্ত সবজি চাষের বিষয়ে প্রশিক্ষক ও প্রণোদনা হিসাবে বীজ প্রদান করা হয়েছে। এতে কৃষকরা উৎপাদন খরচের দিক থেকে অনেক লাভবান হয়েছেন তেমনি এসব বিষমুক্ত সবজি মানুষের স্বাস্থ্যর জন্য বেশ উপকারি। এবার শীত মৌসুমেও বিষমুক্ত আগাম সবজি চাষ শুরু করেছেন কৃষক।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.