বাখমুতে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন: ওয়াগনার প্রধান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বাখমুতে রুশ সেনাদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন। এমন দাবি করেছেন রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন।
তিনি জানান, শহরটিতে নতুন করে আরও কয়েক হাজার সেনা পাঠিয়েছেন ইউক্রেনের কমান্ডাররা।
এদিকে ইউক্রেনীয় সেনাবিশ্লেষক ওলেহ ঝানোভ মনে করেন, বাখমুতে আরও সেনা পাঠানো হয়েছে মূলত ‘সময়ক্ষেপণের’ জন্য। কারণ রুশ বাহিনীকে আটকে রেখে বাখমুত থেকে ১৫ কিলোমিটার পশ্চিমের অঞ্চল চাসিভ ইয়ারের একটি পাহাড়ে ইউক্রেনীয় সেনাদের ফায়ারিং লাইন শক্তিশালী করা হবে।
ঝানোভ আরও জানিয়েছেন, বাখমুত থেকে ইউক্রেনীয় সেনারা সরে গেলেও যুদ্ধের মোড় ঘুরে যাওয়ার মতো কিছু হবে না।
এদিকে বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা আলেক্সান্ডার রোদনেয়ানস্কি বাখমুত শহর থেকে পিছু হটার ইঙ্গিত দিয়েছিলেন।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, রোদনেয়ানস্কি বলেছেন যদি প্রয়োজন হয় তাহলে ইউক্রেনীয় সেনারা সেখান থেকে সরে যাবেন।
বাখমুত শহরটি দোনেৎস্ক অঞ্চলে অবস্থিত। গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যে চারটি অঞ্চল অধিগ্রহণ করেছেন, এর মধ্যে দোনেৎস্ক একটি। বর্তমানে দোনেৎস্কের অর্ধেক অঞ্চলের নিয়ন্ত্রণ রয়েছে রুশ সেনাদের হাতে। পুরো নিয়ন্ত্রণ নিতে হলে তাদের অবশ্যই বাখমুত দখল করতে হবে। এরপর দোনেৎস্কের অন্য শহরগুলোর দখলও নিতে পারবে রাশিয়া। (সূত্র: সিএনএন)। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.