বাউয়েটে দিনব্যাপী একাডেমিক কনফারেন্স অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি: বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের সিন্ডিকেট কক্ষে দিনব্যাপী একাডেমিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত কনফারেন্সে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল।

কনফারেন্সের শুরুতে বাউয়েট আইকিউএসি সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন ও পর্যালোচনা, ফল সেমিস্টার ২০১৯ এর সমস্যা পর্যালোচনা এবং করণীয় কাজসমূহের প্রস্তাব, বিভাগভিত্তিক শিক্ষার্থীদের বিগত সেমিস্টার ফলাফল ও শিক্ষার অগ্রগতি পর্যালোচনা, সামার সেমিস্টার ২০২০ সালের পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা সিদ্ধান্ত গৃহীত হয়।

কনফারেন্সের উপাচার্য বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে বাউয়েট ক্যাম্পাসে আন্তঃবিশ্ববিদ্যালয় টেকনোলজি প্রতিযোগিতা (টেক ফিউশন) সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। যা সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের জন্য সকলের সম্মিলিত সহযোগিতার প্রয়োজন হবে।’

কনফারেন্সে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, সকল অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী ও কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহণ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.