শহীদ মিনার যথাস্থানে পুনঃনির্মাণের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদি সরিয়ে অন্য স্থানে বেদি নির্মাণের সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করেছেন কর্তৃপক্ষ এর প্রতিবাদে মানববন্ধন করছেন সম্মিলিত নাগরিক সমাজ লালমনিরহাট।
এ সময় বক্তারা বলেন, রহস্যজনক ভাবে শহীদ মিনারের এ বেদি সরানো হচ্ছে। মানব বন্ধন এর সাথে সহমত প্রকাশ করেন স্থানীয় ভাষা সৈনিক, লেখক, সুশীল সমাজ ও সাধারণ মানুষ।
জানা যায়, গত ২০ জানুয়ারী লালমনিরহাট পৌরসভার অর্থায়নে শহীদ মিনার পুননির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এতে ব্যয় ধরা হয় ১৬ লাখ ৯০ হাজার ৯৩৭ টাকা। মূল বেদি সমুন্নত রাখার কথা থাকলেও হঠাৎ পুননির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। পরে মূল বেদি সরিয়ে নির্মাণ কাজ শুরু হয়।
এদিকে এ বেদি সরিয়ে নেয়ায় জেলা জুড়ে সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে মানুষের মাঝে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.