বাংলার মেয়ের প্রচারে, আজ থেকে বাংলার ধন্যি মেয়ে, জয়া বচ্চন 

(বাংলার মেয়ের প্রচারে, আজ থেকে বাংলার ধন্যি মেয়ে, জয়া বচ্চন –ছবি: প্রতিনিধির)
কলকাতা প্রতিনিধি: বাংলার মেয়ের প্রচারে, আজ থেকে বাংলার ধন্যি মেয়ে, জয়া বচ্চন (Jaya Bachchan)। রাজনৈতিক মহলের মতে বাংলার নিজের মেয়ের প্রচারে, বাংলার মেয়েই এ বার কোমর বেঁধে নেমে পড়লেন।
অমিতাভ ঘরণী আজ থেকেই নেমে পড়ছেন প্রচারে। মমতার হাত শক্ত করতে, সমাজবাদী পার্টি আগেই জানিয়েছিল তারা সমর্থন জানাবে। সেই সমর্থনের সুরেই বাংলার নিজের মেয়ের পাশে এসে দাঁড়ালেন বাংলার মেয়ে। ধন্যি মেয়ের এই প্রচার পর্ব শুরু হয়ে যাচ্ছে আজ কলকাতা থেকেই। তবে আগামী ৪ দিন তিনি লাগাতার প্রচার চালিয়ে যাবেন।
তবে প্রচারের আগে আজ জয়া বচ্চন পৌঁছে যাবেন বাইপাসের ধারে তৃণমূল ভবনে। সেখানে একটি সাংবাদিক সম্মেলনে যোগ দেওয়ার কথা। কেন তিনি মমতার হয়ে পথে নামলেন সেটাই আজ বলবেন তিনি।
এ দিন অবশ্য প্রচারে ঝড় তুলতে জয়া বচ্চন বেছে নিয়েছেন টালিগঞ্জকে। অরুপ বিশ্বাসের হয়ে জিপে চেপে রোড শো করবেন জয়া। যে টালিগঞ্জ থেকে একদিন কেরিয়ার শুরু হয়েছিল বচ্চন ঘরণীর। সেই টলি পাড়া দিয়েই তড়তড় করে এগোবে জয়ার প্রচার গাড়ি। যার বিরুদ্ধে জয়া বচ্চনকে প্রচার করতে হবে আজ, তিনিও বলিউডের-টলিউডের সদস্য অপরদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।
তবে জয়া বচ্চন ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন এটা রাজনৈতিক লড়াই। এর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কোনও জায়গা নেই। রাজনীতিতে মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে জয়া বচ্চনের সম্পর্ক দীর্ঘদিনের। দু’জনে একসঙ্গে দীর্ঘ সময় সংসদ ভবনের অলিন্দে পা মিলিয়েছেন। মমতা বন্দোপাধ্যায় যখনই ডেকেছেন বাংলার ধন্যি মেয়েকে, তখনই সাড়া দিয়েছেন তিনি।
এমনকি করোনা কালের আগে ফি বছর ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে হাজির থাকতেন অমিতাভ-জয়া একসঙ্গে৷ ফলে সেই পুরানো সম্পর্কের খাতিরে আরও একবার এই রাজ্যে মমতার ব্যাটন ধরে পথে নামছেন জয়া বচ্চন।
আজ রোড শো করার পাশাপাশি একটা বুথ এজেন্টদের মিটিংয়ে যোগ দিতে পারেন জয়া বচ্চন। সাংসদ জয়ার আগামীকাল নারকেল বাগানে একটা পদযাত্রা আছে। ৭ তারিখ মমতা বন্দোপাধ্যায়ের হয়ে তাঁর সঙ্গেই টালিগঞ্জের ওয়ারলেস মাঠে একটা সভায় যোগ দিতে পারেন সমাজবাদী পার্টির সাংসদ।
গতকাল সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে জয়া বচ্চনকে স্বাগত জানাতে ভিড় জমিয়েছিলেন তৃণমূলের মহিলা সংগঠনের প্রতিনিধিরা। বিমানবন্দরে বাংলা নিজের মেয়েকেই চায় স্লোগানে ভরপুর ছিল। বাংলার মানুষের কাছে আজও জয়া বচ্চন পরিচিত ধন্যি মেয়ে হিসাবেই। মমতা বন্দোপাধ্যায় নিজেও ধন্যি মেয়ে হিসাবেই পরিচিত।
তাঁর ধনুক ভাঙা পণ এই ভোটে জেতার অন্যতম ইউ এস পি বলে মত রাজনৈতিক মহলের। ফলে রিল লাইফের ধন্যি মেয়ে আর রিয়েল লাইফের ধন্যি মেয়ের ঝোড়ো ইনিংস তৃণমূলকে কতটা সুবিধা দেয় সেটাই এখন দেখার।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.