বাংলাদেশ সফরে পাকিস্তান’র টি-টোয়েন্টি দল

বিটিসি স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। আসন্ন ঢাকা সফরকে সামনে রেখে গতকাল সোমবার (০৮ নভেম্বর) টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বাংলাদেশ সফরে আসছেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। তার পরিবর্তে দলে ফিরেছেন ইফতিখার আহমেদ। হাফিজ প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমকে অনুরোধ জানিয়েছিলেন বাংলাদেশ সফরে তাকে বিবেচনা না করতে। তার পরিবর্তে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার জন্য।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের দুই রিজার্ভ ক্রিকেটার হায়দার আলী ও খুশদিল শাহ থাকছেন বাংলাদেশ সফরে।
বাংলাদেশ সফরে তিনটি টি-টোয়েন্টি ও ঢাকা-চট্টগ্রামে দুটি টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান। ১৯, ২০ ও ২২ নভেম্বর ঢাকায় টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট চট্টগ্রামে ২৬ নভেম্বর শুরু হবে। সিরিজের শেষ টেস্ট ৪ ডিসেম্বর ঢাকায় শুরু হবে।
পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ অধিনায়ক), শোয়েব মালিক, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শাহনাওয়াজ দাহানি ও উসমান কাদির। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.