বাংলাদেশে এলেন ভারতের ১৮ প্রতিবন্ধী ক্রিকেটার

যশোর প্রতিনিধি: ভারত থেকে ক্রিকেট খেলার উদ্দেশ্যে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে এসেছে ১৮ সদস্যের প্রতিবন্ধী ক্রিকেট দল। তারা টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট খেলার উদ্দেশ্য গতকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করেন।
 এরপর তারা কুমিল্লা ভিক্টোরিয়া ষ্টেডিয়ামে খেলার উদ্দেশ্যে বেনাপোল থেকে রওনা হন।
প্রতিবন্ধী দলের অধিনায়ক অভিজিৎ সিং বলেন, “আমরা পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী ক্রিকেট দলের সদস্য। কুমিল্লায় আমরা ২১ জানুয়ারী থেকে ২৩ জানুয়ারী পর্যন্ত তিন দিন টি-২০ খেলার পর আবার বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরে যাব।”
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মোহাম্মাদ রাজু বিটিসি নিউজকে বলেন, “ভারতের পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী ক্রিকেট দলের ১৮ সদস্যের একটি দল এসেছে। এখানকার কাজ সম্পন্ন করে তারা কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।”
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর যশোর প্রতিনিধি শফিক ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.