বহুজাতিক কোম্পানী’র ওপর বসছে ১৫ শতাংশ বৈশ্বিক কর

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বড় বহুজাতিক কোম্পানী গুলোর ওপর ন্যূনতম ১৫ শতাংশ বৈশ্বিক কর বসানোর সিদ্ধান্ত নিয়েছেন জি-২০ সম্মেলনের নেতারা। আগামীকাল সোমবার (০১ নভেম্বর) এ সংক্রান্ত নিয়মকানুন তারা ঠিক করবেন। আজ রবিবার (৩১ অক্টোবর) এসব জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ইতালির রোমে চলছে অর্থনৈতিকভাবে বিশ্বের শীর্ষ ২০ দেশের সম্মেলন জি-২০। সম্মেলনে বৈশ্বিক করের সিদ্ধান্তকে ‘গেম চেঞ্জার’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি বলেছেন, এই সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো পৃথিবীর ৮০ শতাংশ অর্থনীতির অধিকারী। তারা বৈশ্বিক ন্যূনতম করের প্রতি তাদের সমর্থন স্পষ্ট করেছেন।
বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সরকারগুলোর মধ্যে কয়েক দশকের কর প্রতিযোগিতার অবসান ঘটানো এই নিয়মের লক্ষ্য। একইসঙ্গে কম করের এখতিয়ারে অফিস স্থাপন করে কর এড়ানোর কৌশলও আর খাটাতে পারবে না বৈশ্বিক কোম্পানী গুলো। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.