বসনিয়ায় নববর্ষে বিষক্রিয়ায় ৮ জনের মৃত্যু

(বসনিয়ায় নববর্ষে বিষক্রিয়ায় ৮ জনের মৃত্যু)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বসনিয়ায় বিষক্রিয়ায় কমপক্ষে ৮ জন মারা গেছেন। গতকাল শুক্রবার (০১ জানুয়ারী) বসনিয়ার পুলিশ জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ঘরে নতুন বছর উদযাপনের সময় কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়।
স্থানীয় পুলিশের মুখপাত্র মার্টিনা মেডিক বার্তা সংস্থা এপিকে জানায়, ত্রিবিসতব এলাকা থেকে একটি জরুরী ফোনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। বাড়িতে ঢুকে চার নারী ও চার পুরুষকে মৃত অবস্থায় পাওয়া যায়।

তারা স্থানীয় বাসিন্দা ছিলেন বলে নিশ্চিত করেছেন আঞ্চলিক পুলিশ কমিশনার মিলান গ্যালিক। তাদের বয়স ১৮ থেকে ২০। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

এ ঘটনায় গভীর শোক জানিয়েছে বসনিয়া সরকার। পার্শ্ববর্তী দেশ ক্রোয়েশিয়ায়ও মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। কার্বন মনোক্সাইড গন্ধহীন, বর্ণহীন এবং স্বাদহীন গ্যাস যার কারণে হঠাৎ অসুস্থতা এবং মৃত্যুরও কারণ হতে পারে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.