“বর্তমান সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার” : জেলা প্রশাসক আব্দুল মতিন

গাইবান্ধা প্রতিনিধি: “বর্তমান সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার”। গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুরে আর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন ও একাডেমিক ভবন উদ্বোধনে এ কথা বলেন প্রধান অতিথি গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মতিন। আজ মঙ্গলবার ৯ এপ্রিল দুপুরে তিনি বিদ্যালয় পরিদর্শন করেন।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আকবর মিয়া।

বিদ্যালয়ের সভাপতি রেজওয়ান আহম্মেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আকবর মিয়া। এসময় উপস্থিত ছিলেন, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, সরকার প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে এবং বিভিন্ন নির্দেশনা দিচ্ছে সে অনুযায়ী এগিয়ে যাচ্ছে দেশ। অত্র প্রতিষ্ঠানে ২০ জন প্রতিবন্ধিকে ভাতা এবং যাদের ঘর নেই তাদের ঘর দেয়ার আশ্বাস দেন। তিনি বলেন, অটিস্টিক বাচ্চারা খুবই মেধাবী হয়। প্রতিবন্ধীদের পাশে সরকার আছে এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.