বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল, রংপুর মহানগরীতে কোরবানীর পশু জবেহের জন্য, ১১৭ স্থান নির্দিষ্ট: বর্জ্য পরিবহনে ২৫ টি গাড়ি : নগরবাসির সহযোগিতা চাইলেন মেয়র

রংপুর ব্যুরো:  রংপুর মহানগরীতে পবিত্র ঈদ-উলআযহায় কোরবানীর পশু জবেহ এবং বর্জ্য ও রক্ত ব্যবস্থাপনার মাধ্যমে সুন্দর পরিবেশ নির্বিঘ্ন করতে জবেহর জন্য ১১৭ টি স্থান নির্ধারণ এবং ২৫ টি গাড়ি প্র্স্তুত করা হয়েছে।

এছাড়াও প্রায় ৫০৬ পরিচ্ছন্নতা কর্মীসহ ৬২৭ কর্মকর্তা-কর্মচারী বর্জ ও রক্ত অপসারণে কাজ করবে। ইতোমধ্যেই বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

সিটি মেয়রের নিজে পুরো প্রক্রিয়াটি মনিটরিং করবেন।  আজ বুধবার দুপুরে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

সংবাদ সম্মেলনে সিটি করপোরশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুর সিটি করপোরেশনের মেয়র হিসেবে আমার দ্বিতীয়বারের মতো নগরবাসির সাথে পবিত্র ঈদ-উল-আযহা পালনের সৌভাগ্য অর্জন হবে। আমি ইতোপূর্বে দেখেছি কোরবানীর বর্জ্য অব্যবস্থাপনার কারণে নগরীর বিভিন্নস্থনে দুর্গন্ধময় হয়ে উঠে। আমার এই উপলব্ধির আলোকে এবার বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ কয়েকঘন্টার মধ্যেই কোরবানীর বর্র্জ্য অপসারণের জন্য একটি মডেল সিস্টেম তৈরি করেছে। আশাকরি খুব কম সময়ের মধ্যেই এটা আমরা করতে পারবো। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগসহ বিভিন্ন বিভাগের প্রায় ৬০০ এর মত কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে। তারা ঈদের দিন নগরীর পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করবেন। তাদেরকে আমি সহযোগিতা করার আহবান জানাই। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেয়রের একান্ত সহকারী সচিব কাজী জাহিদ হাসান লুসিড, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আকতার হোসেন আজাদ, সচিব মো. রাশেদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান এবনে তাজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, বর্জ্য ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জু, কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী, রহমত উল্লাহ বাবলা, মালেক নিয়াজ আরজু, সেকেন্দার আলী  প্রমুখ।

বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সিটি মেয়রের একান্ত সহকারী সচিব কাজী জাহিদ হোসেন লুসিড বিটিসি নিউজকে জানান, কোরবানীর পশুর বর্জ্য ও রক্ত আমরা কয়েকঘন্টার মধ্যেই পরিষ্কার করার জন্য একটি মডেল তৈরি করেছি।

মডেল অনুযায়ী ৩৩ টি ওয়ার্ডের  ১১৭টি স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে। সঠিক নিয়ম মেনে উত্তম পদ্ধতিতে পশু জবেহর জন্য  ১১৭ জন মৌলভী এবং ১১৭ জন কসাই নির্ধারিত করে দেয়া হয়েছে। তারা পশু জবাই করবেন। জবাইয়ের পর বর্জ্য ও রক্ত পরিস্কারের জন্য ৫ জন ইন্সপেক্টর, ৪০ জন সুপারভাইজারের নেতৃত্বে ৬২৭ জন পরিচ্ছন্নতাকর্মী স্ট্যান্ডবাই থাকবেন নির্দিষ্টস্থানগুলোতে। তারা ভিনাইল স্প্রে ও ব্লিচিং পাউডার ছিটিয়ে সাথে সাথেই স্থানটি পরিস্কার করে দিবেন। বর্জ্য ও রক্ত পরিবহনের জন্য ২৫ টি স্থানে ২৫ টি ট্রাক স্ট্যান্ডবাই থাকবে।

নির্দিষ্ট স্থান ছাড়াও বিভিন্ন বাসাবাড়িতে যদি কেউ পশু জবেহ করে সেগুলো ট্রলি ভ্যান দিয়ে বড় ট্রাকের কাছে নিয়ে আসা হবে। লিকুইড বর্জ্যরে জন্য বেলচা দেয়া হয়েছে। তিনি বলেন ঈদের পরের দিনও অনেক সময় কিছু বর্জ্য থেকে যায়, সেগুলোও আমরা পরিস্কার করার জন্য সকল আয়োজন সম্পন্ন করে রেখেছি।

সিটি মেয়র আর্দশপাড়ার শাপলায় পশু জবেহ কার্যক্রমে অংশ নিবেন বলেও জানান এই কর্মকর্তা।

জাহিদ হোসেন লুসিড আরও জানান, পুরো কোরবানীর ঈদের বর্জ্য-ব্যবস্থাপনা পরিস্কার করতে আমরা একটি মডেল তৈরি করেছে। এই মডেলে আমরা আশা করি ৩ থেকে ৪ ঘন্টার মধ্যেই সমস্ত বর্জ্য পরিস্কার করতে পারবো। মাননীয় মেয়রের হাতে মডেলের ফাইল থাকবে মোবাইল নম্বরসহ। তিনি যেকোন স্থান থেকে ওই ফাইলের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি মনিটরিং করবেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন। পশুর বর্জ্য অপসারণে ০১৭১৮৫৪৩১৫৭, ০১৭২৭৮৯৮১৯০, ০১৭২৩৮০৭৩৪৪, ০১৭৩৩৩৯০১৫০, ০১৭১৪৫৬৬৩৮৩ নম্বরে যোগাযোগ করে নগরবাসী কন্ট্রোল রুমের সহায়তা নিতে পারবেন।

জবেহর নির্ধারিত স্থান সমুহ:  ১ নং ওয়ার্ডের  পুরান লাল ব্রীজের মাঠ, মন্থনা প্রাইমারী স্কুল মাঠ, রণচন্ডি ধনীপাড়া প্রাইমারী স্কুল মাঠ, উত্তম মৌলভলীপাড়া বালিকা মাদরাসা মাঠ;

২ নং ওয়ার্ডের উত্তম বাওয়াইপাড়া স্কুল মাঠ, শুকান চকি হাটের মাঠ, কেল্লাবন্দ কাচারী মাঠ, অভিরাম পুর্বপাড়া জামে মসজিদ মাঠ, অন্তরাম দীঘি মাঠ, মনোহর বাজার মাঠ;

৩ নং ওয়ার্ডের উত্তম বানিয়াপাড়া ঈদগাহ মাঠ পান্ডার দীঘির মাঠ, নিয়ামত ঈদগাহ মাঠ;

৪ নং ওয়ার্ডের জলছত্র বিদ্যালয় মাঠ, জলছত্র ঈদগাহ মাঠ, নিয়ামত ঈদগাহ মাঠ;

৫ নং ওয়ার্ডের বুড়াইল ঈদগাহ মাঠ, তালতলা জামে ঈদগাহ মসজিদ মাঠ, চিলার ঝাড় জামে মসজিদ মাঠ ;

৬ নং ওয়ার্ডের চব্বিশ হাজারী জামে মসজিদ মাঠ, বুড়িরহাট হাইস্কুল মাঠ, বাহাদুর সিংহ মাস্টারপাড়া প্রাঃ বিদ্যাঃ মাঠ;

৭ নং ওয়ার্ডের চওড়ারহাট বাজার মাঠ, গুলাল বুদাই স্কুল মাঠ, চওড়ারহাট বেনুঘাট, ময়নাকুঠি হাট, বুদাই বাজার, জমচওড়া বাজার, বকসা বানিয়া বাড়ি;

৮ নং ওয়ার্ডের আরাজী গুলাল বুদাই স্কুল মাঠ, চাঁদকুঠি সোনার চাঁদ মাধ্যমিক বিদ্যালয় মাঠ, মহববত খাঁ ঈদগাহ মাঠ, কিশামত সরকারী প্রাঃ বিদ্যাঃ মাঠ, চাঁদকুঠি আল মহাজের পাড়া ঈদগাহ মাঠ, বেঙ্গলের মাঠ;

৯ নং ওয়ার্ডের বাহারকাছনা, কাছনা তকেয়ার পাড়া, বাহারকাছনা বাংড়িটারী মেসতের পাড়া, চিলমন বড় মসজিদ ঈদগাহ মাঠ, চিলমন পশ্চিম পাড়া;

১০ নং ওয়ার্ডের জেলে পাড়া মসজিদ মাঠ, জগদিশপুর চৌধুরীর হাট প্রাঃ বিদ্যাঃ মাঠ, পশ্চিম গিলাবাড়ী প্রাঃ বিদ্যাঃ মাঠ, বখতিয়ারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, পশ্চিম গিলবাড়ী জগদিশপুর মাঠ;

১১ নং ওয়ার্ডের কেরানিরহাট প্রাথমিক বিদ্যালয় মাঠ, দক্ষিন কামদেবপুর দরগাহাট মাঠ, পশ্চিম রাজেন্দ্রপুর ঈদগাহ মাঠ, দক্ষিণ বিন্যাটারী সরঃ প্রাঃ বিদ্যাঃ মাঠ,  কামদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, শালমারা ঈদগাহ মাঠ;

১২ নং ওয়ার্ডের রাধাকৃষ্ণপুর , ভবানীপুর, জলকরিয়া, গোপিনাথপুর, চকইসবপুর;

১৩ নং ওয়ার্ডের উত্তম পীরজাবাদ আহম্মেদ আলী মাদরাসা মাঠ সংলগ্ন, জুগিপাড়া হাফেজিয়া মাদরাসা মাঠ;

১৪ নং ওয়ার্ডের পূর্ব বড়বাড়ি দাড়ারপাড় ঈদগাহ মাঠ,  বড়বাড়ি সরকারপাড়া ঈদগাহ মাঠ, দেওডোবা নেকারপাড়া ঈদগাহ মাঠ, দেওডোবা চাঁদের বাজার ঈদগাহ মাঠ, মরিচপাগা ঈদগাহ মাঠ, মনোহরপুর গোলাগঞ্জ ঈদগাহ মাঠ;

১৫ নং ওয়ার্ডের দর্শনা হাইস্কুল মাঠ, আক্কেলপুর ঈদগাহ মাঠ;

১৬ নং ওয়ার্ডের সিওবাজার বিসিক মোড়, চওড়াপাড়া, ধাপ পুলিশ ফাঁড়ি মোড়, কেল্লাবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, ধাপ হাজিপাড়া মাদরাসা মাঠ, কেল্লাবন্দ পুরাতন জামে মসজিদ মোড়;

১৭ নং ওয়ার্ডের ভোগিবালা পাড়া চৌরাস্তা মোড়, লাকী পাড়া জামে মসজিদ সংলগ্ন, রামপুরা জামে মসজিদ সংলগ্ন, পাবর্তীপুর গুদরী বাজার জারেয়াজ প্রাথমিক বিদ্যালয় মাঠ পাবর্তীপুর গুচ্ছরী বাজার, রেয়াজ উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়;

১৮ নং ওয়ার্ডের কেরানী পাড়া স্টাফ কোয়ার্টার মোড়, সাতগাড়া মিস্ত্রিপাড়া, মুন্সিপাড়া কেরামতিয়া হাইস্কুল মাঠ, কেরানীপাড়া, হাউজিং স্টাফ কোয়ার্টার মাঠ;

১৯ নং ওয়ার্ডের ধাপ চিকলীভাটা জামে মসজিদ মাঠ, মেডিক্যাল ক্যাম্পাস মাঠ;

২০ নং ওয়ার্ডের মুলাটোল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ, পালপাড়া প্রাথমিক স্কুল মাঠ, রংপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ;

২১ নং ওয়ার্ডের আদর্শ পাড়া ঈদগাহ মাঠ, সেনপাড়া কালেক্টরেট স্কুল মাঠ;

২২ নং ওয়ার্ডের দক্ষিণ গনেশপুর, গণেশপুর বকুলতলা মাদরাসা মাঠ, কামারপাড়া ছ মিলের সামনে, গনেশপুর বালার মাঠ, বালাপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন, বাবু খাঁ হাইস্কুল মাঠ;

২৩ নং ওয়ার্ডের জুম্মাপাড়া পুকুর পাড়,  টেকিনিক্যাল কলেজ মাঠ, পশ্চিম জুম্মাপাড়া উকিলের দীঘির পাড়, নিউ জুম্মাপাড়া শাহীন সোপ ফ্যাক্টরী সংলগ্ন মাঠ, পূর্ব জুম্মাপাড়া সবুজের বাড়ি সংলগ্ন মাঠ;

২৪ নং ওয়ার্ডের পূর্ব গুপ্তপাড়া জামে মসজিদ মাঠ, দক্ষিণ কামাল কাছনা মসজিদ মাঠ;

২৫ নং ওয়ার্ডের কৈলাশ রঞ্জন স্কুল মাঠ, মিস্ত্রিপাড়া সমবায় অফিস মাঠ;

২৬ নং ওয়ার্ডের রবার্টসনগঞ্জ পানির ট্যাংক মাঠ, মন্ডলপাড়া ঈদগাহ মাঠ;

২৭ নং, আজিজ নগর কলোনি মাঠ, মুসলিমপাড়া ঈদগাহ মাঠ;

২৮ নং ওয়ার্ডের চকবাজার প্রাথমিক স্কুল মাঠ, জেএমসি সিটি স্কুল বিস্কুট মোড়ের মাঠ;

২৯ নং ওয়ার্ডের গোদা শিমলা ঈদগাহ মাঠ, মাহিগঞ্জ কলেজ ঈদগাহ মাঠ;

৩০ নং ওয়ার্ডের পুর্ব খাসবাগ জামে মসজিদ ঈদগাহ মাঠ সংলগ্ন, পশ্চিম খাসবাগ আঙ্গুর মিয়ার বাড়ি সংলগ্ন, নাছনিয়া জামে মসজিদ সংলগ্ন, কুটির পাড়া পুরাতন মসজিদ সংলগ্ন মাঠ, নামা দোলা জামে মসজিদ সংলগ্ন মাঠ, মাহিগঞ্জ সাতমাথা মসজিদ সংলগ্ন মাঠ,

৩১ নং ওয়ার্ডের শেখপাড়া জামে মসজিদ মাঠ, শেখপাড়া প্রাইমারী স্কুল মাঠ;

৩২ নং ওয়ার্ডের জিয়াত পুকুর, নগর মীরগঞ্জ, কবিরাজ পাড়া, বড় রংপুর এবং

৩৩ নং ওয়ার্ডের মহিন্দ্রা জিএন স্কুল মাঠ ও আরাজিমন খামার স্কুল মাঠ নির্ধারণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.