বরিশালে ১০ কোটি টাকার শাড়ি, থ্রী-পিসসহ নারীদের পোশাক জব্দ

বরিশাল ব্যুরো: ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা শাড়ি, থ্রী-পিসসহ নারীদের পোশাক বোঝাই দুটি ট্রাক আটক করা হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামনে থেকে ট্রাক দুটি আটক করা হয়।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের বরিশাল বিসিজি স্টেশনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য বিটিসি নিউজকে জানান স্টেশন কমান্ডার আকতার হোসেন।
তিনি জানান, দুটি ট্রাক থেকে শাড়ি ও থ্রী-পিসসহ নারীদের ১৩ ধরনের পোশাক জব্দ করা হয়েছে। জব্দ হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য ১০ কোটি ৮ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা।
তিনি আরও জানান, ট্রাক দুটি উপরে ধানের বস্তা দিয়ে নিচে পোশাক নিয়ে পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের ধাওয়া করা হয়। এ সময় ট্রাক চালকরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ভোলা সড়কের প্রবেশমুখে সব মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ট্রাক দুটি থেকে মালামাল জব্দ করা হয়।
এ ঘটনায় মামলা করা হবে বলেও জানিয়েছেন স্টেশন কমান্ডার আকতার হোসেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরিশাল ব্যুরো প্রধান আল মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.