বরফ ভাস্কর্য ঘিরে সেজেছে রাশিয়া

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বরফ ভাস্কর্য উৎসবকে ঘিরে নানা প্রস্তুতি শুরু হয়েছে রাশিয়ায়। বিশ্বের প্রথম কৃত্রিম আর্থ স্যাটেলাইট উৎক্ষেপণ থেকে শুরু করে যিশু খ্রিস্ট, রুশ গির্জাসহ বিভিন্ন ধরনের ভাস্কর্যের আদলে সাজানো হচ্ছে পুরো আয়োজন।
সৃষ্টিশীল কাজে মানুষের আগ্রহ বাড়াতেই এমন উদ্যোগের কথা জানায় কর্তৃপক্ষ। ভিন্নধর্মী এই ভাস্কর্যগুলো সবটাই বরফের তৈরি। রাশিয়ার ইয়েকাটেরিনবার্গ শহরে অনুষ্ঠেয় ১৬তম বেথলেহেম বরফ ভাস্কর্য উৎসবকে ঘিরে এমন আয়োজনের প্রস্তুতি চলছে। 
বিশ্বের প্রথম কৃত্রিম আর্থ স্যাটেলাইট উৎক্ষেপণ থেকে শুরু কোরে যিশু খ্রিস্ট, রাশিয়ান চার্চসহ নানা থিমের দেখা মিলবে উৎসবটিতে।
অনুষ্ঠানটি মূলত প্রতিবছরের শুরুতে পহেলা জানুয়ারি রাশিয়ার চার্চ অন দ্য ব্লাডের সামনের চত্তরে অনুষ্ঠিত হয়। কিন্তু করোনার কারণে এবার তা পিছিয়ে যায়। 
এদিকে, আয়োজকরা জানান, সৃষ্টিশীল কাজে মানুষকে আগ্রহী করতেই এমন উদ্যোগ তাদের। আগামী ১৪ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রদর্শনীটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে জানায় কর্তৃপক্ষ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.