ববি হাজ্জাজের দলের নিবন্ধন নিয়ে রায় আগামী রবিবার

 

ঢাকা প্রতিনিধিজাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের প্রাক্তন বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজের দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) নিবন্ধন নিয়ে জারি করা রুলের উপর চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। আগামী ২১ অক্টোবর রায় ঘোষণা করবে হাইকোর্ট।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ দিন ধার্য করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
গত ৮ জুলাই জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)- কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। এর আগে ২০১৭ সালের ২৪ এপ্রিল এনডিএম’র পক্ষে দলটির নিবন্ধন চেয়ে চেয়ারম্যান ববি হাজ্জাজ নির্বাচন কমিশনে আবেদন করেন। কিন্তু ইসি কোন সিদ্ধান্ত না দেয়ায় হাইকোর্টে রিট করেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.