বন্যাকবলিত পাকিস্তানে এবার ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগের প্রকোপ

বিটিসি আন্তর্জাতিক ডেস্কপাকিস্তানের বন্যাকবলিত অঞ্চলে ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাবে দেশটিতে মৃতের সংখ্যা ৩২৪ জনে পৌঁছেছে বলে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় বাস্তুচ্যুত লক্ষাধিক মানুষ খোলা জায়গায় বসবাস করছে। শত শত কিলোমিটার এলাকা জুড়ে জমে থাকা বন্যার পানি কমতে দুই থেকে ছয় মাস সময় লাগতে পারে।
ইতোমধ্যেই বন্যাকবলিত এলাকায় ত্বক ও চোখের সংক্রমণ, ডায়রিয়া, ম্যালেরিয়া, টাইফয়েড এবং ডেঙ্গু জ্বরের ব্যাপক প্রকোপ দেখা দিয়েছে।
হলিউড অভিনেত্রী এবং মানবাধিকারকর্মী আঞ্জেলিনা জোলি সচেতনতা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক সাহায্য সংস্থা আইআরসির সঙ্গে বন্যায় বাস্তুচ্যুতদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি দক্ষিণ সিন্ধু প্রদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকা পরিদর্শন করেন।
মশা, সাপ এবং কুকুরের কামড়ের ঝুঁকিতে থাকা বাস্তুচ্যুত পরিবারগুলোর তাৎক্ষণিক সহায়তা প্রয়োজন কর্তৃপক্ষ এবং সাহায্যকর্মীরা  জানিয়েছেন।
সরকার ও স্থানীয় বৈদেশিক ত্রাণ সংস্থার প্রচেষ্টার পরও অনেক মানুষের খাদ্য, আশ্রয়, চিকিৎসা সহায়তা এবং ওষুধের ব্যাপক প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.