বড়াইগ্রামে জামায়াত ইসলামী ও শিবিরের ৫ নেতাকর্মী আটক

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের হারোয়া আফদালপাড়া এলাকা থেকে পুলিশ জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের ৫ নেতাকর্মীকে আটক করেছে। স্থানীয় ছোট ছোট ছেলেদেরকে খেলাধুলা ও খিচুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সংগঠনের তৎপরতা চালানোর অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার বিকেল চারটার দিকে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৌহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স তাদেরকে হারোয়া আফদালপাড়া জামে মসজিদ থেকে আটক করে।

আটককৃতরা হলেন, জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন সাথী শাখার বনপাড়া পৌর সভাপতি ও মধ্য মালিপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে নাহিদ হাসান মুন্না(১৯), সাথী শাখার সাধারণ সম্পাদক ও চর নটাবাড়িয়া গ্রামের আক্কাস আলী খাঁর ছেলে তরিকুল ইসলাম(২০), সাথী শাখার কর্মী ও সর্দার পাড়ার ইয়াকুব আলীর ছেলে আব্দুল্লাহ (১৮), জামায়েত ইসলামী কর্মী ও হারোয়া পূর্বপাড়া এলাকার মৃত আকবর আলী মোল্লার ছেলে শহিদুল ইসলাম মোল্লা (৫৬) এবং হারোয়া আফদাল পাড়া জামে মসজিদের মোয়াজ্জিম ও ওই এলাকার আব্দুস সামাদের ছেলে সালাউদ্দিন (২০)।

পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৌহিদুল ইসলাম আরো বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, তাদেরকে বড়াইগ্রাম থানায় প্রেরণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.