বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস টেনিসে মেয়েদের একক ইভেন্টে বিকেমসপি’র জলির স্বর্ণ পদক অর্জন

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস টেনিস ইভেন্টের নারীদের একক ইভেন্টে স্বর্ণ পদক পেয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) জেরিন সুলতানা জলি। রৌপ্য পদক পেয়েছে ঝালকাঠির সুস্মিতা সেন। এছাড়াও ব্রোঞ্জ পদক পেয়েছে বাগেরহাট জেলার আফ্রানা ইসলাম প্রীতি।
আজ সোমবার বিকালে পদক তুলে দেন পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম,পিপিএম।
আজ সোমবার (০৫ এপ্রিল) বিকালে অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে নারীদের ফাইনাল খেলায় বিকেএসপির জেরিন সুলতানা জলি ৭-৬ (৭-৩), ৬-২ সেটে ঝালকাঠির সুস্মিতা সেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
বাগেরহাটের আফ্রানা ইসলাম প্রীতি ৬-০, ৬-২ সেটে নওগাঁর রাইকাকে হারিয়ে মেয়েদের এককে তৃতীয় স্থান অধিকার করেন। এর আগে আজ সোমবার সকালে একক ইভেন্টের প্রথম সেমিফাইনালে জেরিন সুলতানা জেলি ২-৬, ৬-১, ৬-২ সেটে বাগেরহাটের আফ্রানা ইসলাম প্রীতি কে ও পরের সেমিফাইনালে ঝালকাঠির সুস্মিতা সেন ৬-২, ৬-২ সেটে নওগাঁর রাইকাকে হারিয়ে ফাইনালে উঠেছে।
আজ সোমবার ছেলে ও মেয়েদের একক, দ্বৈত, মিশ্রসহ মোট ২৬টি খেলা অনুষ্ঠিত হয়েছে। এদিকে শনিবার (০৩ এপ্রিল) অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স মেয়েদের দ্বৈত বিভাগে স্বর্ণ পেয়েছেন বিকেএসপির ঈশিতা আফরোজ ও জেরিন সুলতানা জলি জুটি, রৌপ্য পদক পেয়েছেন বিকেএসপির রিনভী ও সুবর্ণা জুটি ও ব্রোঞ্জ পদক পেয়েছেন বিকেএসপির মাসুদা ও সাদিয়া।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম (বাবুল) রাজশাহী। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.