রাজশাহীর পবায় লকডাউনের প্রথম দিনে ভ্রাম্যমান আদালতের জরিমানা

নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ন্যায় দ্বিতীয় দফায় লক ডাউন কার্যকর করার লক্ষ্যে ও করোনা ভাইরাস সংক্রামন বিস্তার রোধে পবায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আজ সোমবার (০৫ এপ্রিল) সকাল ১১ টায় পবা উপজেলার নওহাটা হাট-বাজার ও এর আশেপাশের এলাকাতে পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দীন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় সহকারী কমিশনার ভূমি শেখ এহসান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, সারা দেশের মতো পবার নওহাটা এলাকায় করোনা সংক্রামন বিস্তার রোধে স্বাস্থ্য বিধি মেনে চলা এবং ৫ এপ্রিল হতে ১১ এপ্রিল পর্যন্ত সকল দোকানপাট (ঔষধ ও কাঁচা বাজার ব্যতিত) বন্ধ রাখার জন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশাসনের অভিযান চলছে।
এ অভিযানে নওহাটা বাজারের সরকারের নির্দেশনা না মেনে দোকান খোলা রাখায় দুটো দোকানকে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও তিনি আরও বলেন, করোনা সংক্রামন বিস্তার রোধে স্বাস্থ্য বিধি মেনে চলার লক্ষ্যে মাইকিং ও মাস্ক বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পবা থানার অফিসার ইনচার্জ শেখ মো. গোলাম মোস্তফা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.