বঙ্গবন্ধু পরিবার খেলোয়াড় বলেই ক্রীড়াঙ্গনে জাগরণ সৃষ্টি হয়েছে : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টেরে ফাইনাল খেলা অনূষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (০৬ জানুয়ারী) দুপুরে জেলার রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে এ খেলা অনুঠিত হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌ-পরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
এসময় প্রতিমন্ত্রী বলেন, পৃথীবিতে অনেক রাজনৈতিক পরিবার আছে, কিন্তু বঙ্গবন্ধু পরিবার হচ্ছে ক্রীড়ানুরাগী পরিবার। বঙ্গবন্ধু নিজেও একজন খেলোয়াড় ছিলেন এবং তার দুই সন্তান শেখ কামাল ও শেখ জামালও খেলোয়াড় ছিলেন বলেই বাংলাদেশে ক্রীড়াঙ্গনে অভূতপূর্ব জাগরণ সৃষ্টি হয়েছে।
খালিদ মাহামুদ আরও বলেন, মহান নেতার জন্ম না হলে আমরা আজ জাতীয় সঙ্গীত গাইতে পারতাম না। তাই বঙ্গবন্ধুর প্রতি আমাদের সকলকে কৃতজ্ঞতা জানানো উচিত।
খেলায় অংশগ্রহণকারী দল ট্রাইব্রেকারে শিক্ষাবিদ আশির উদ্দীন ফুটবল একাডেমী নীলফামারী রাণীশংকৈল খেলোয়াড় কল্যাণ সমিতিকে ৩ গোলে হারিয়েছে। খেলা শেষে মন্ত্রী ‍দুই দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, নবাগত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, সাবেক সংরক্ষিত সাংসদ সেলিনা জাহান লিটা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন,বাফুফে সদস্য আরিফ হোসেন মুন, চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভসহ প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.