বঙ্গবন্ধুই বাংলাদেশে হজ্ব যাত্রীদের প্রথম অনুদানের ব্যবস্থা করেন – ধর্ম প্রতিমন্ত্রী

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন- বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন উদার চেতনার অধিকারী একজন খাঁটি ঈমানদার মুসলমান।
তিনি কখনও ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেননি। তারই যোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের উন্নয়ন করে মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় কর্মকাণ্ডকে যথাযোগ্য মর্যাদায় উন্নতি করেছেন।
শুক্রবার সকালে ইসলামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবসে ইমাম ও মুয়াজ্জিন দের সমাবেশে ধর্ম প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন-বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সরকারের আমলে ইসলামের উন্নয়নে বেশী কাজ হয়েছে। বঙ্গবন্ধুই বাংলাদেশে হজ্বযাত্রীদের প্রথম অনুদানের ব্যবস্থা করেন উল্লেখ করে ধর্ম প্রতিমন্ত্রী বলেন বিশ্বে কোনও সরকার প্রধান একসাথে ৫৬৪ টি মডেল মসজিদ নির্মান করতে পারে নাই অথচ শেখ হাসিনার সরকার ইসলামের উন্নয়নে একসাথে এত মসজিদ নির্মান করছেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল, ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আব্দুস ছালাম, ইসলাৃপুর এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী, আশরাফুল উলুম মাদৰাসার মুহতামিম আব্দুল খালেক,মডেল মসজিদের ইমাম মুফতি ফারুক বক্তব্য রাখেন।
পরে ১৫ ই আগষ্ট নিহত বঙ্গবন্ধু সহ সকলের বিদেহী আত্নার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.