বগুড়ায় বাস-অটোরিক্সা সংঘষে নিহত-৫


বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহতরা সকলেই অটোরিক্সার যাত্রী।
আজ বুধবার (২৬ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে মীর্জাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে একজন নারী ও ৪ জন পুরুষ। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বিটিসি নিউজকে জানান, হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। বিকেল সোয়া ৫টার দিকে শেরপুর উপজেলার মীর্জাপুর আমতলা নামক স্থানে বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ ৫ জন যাত্রী নিহত হন।
দুর্ঘটনার পরপর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ বাসটি আটক করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি রাহেনুর ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.