জেলাশাসকের উপস্থিতিতে কৃষ্ণনগরে পালিত হল প্রজাতন্ত্র দিবস (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: নদীয়া জেলা প্রশাসনের তরফ থেকে পালিত হল দেশের 73 তম প্রজাতন্ত্র দিবস। পতাকা উত্তোলন করলেন নদীয়া জেলাশাসক শশাংক শেট্টি, উপস্থিত ছিলেন কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার ঈশানী পাল সহ জেলার শীর্ষ স্থানীয় প্রশাসনিক কর্তারা।
উল্লেখ্য, 73 তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গোটা ভারতবর্ষে ভারত মাতা কে সম্মান জানিয়ে পতাকা উত্তোলন করা হচ্ছে। আজকের দিনটি সমগ্র ভারতবাসীকে কাছে একটি গৌরবের দিন।
বুধবার নদীয়া জেলার কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল স্টেডিয়ামে প্রশাসনের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে পালিত হল প্রজাতন্ত্র দিবস। সকাল থেকেই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গোটা স্টেডিয়াম জুড়ে দেশের পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়।
যদিও কোভিদ পরিস্থিতির কারণে প্রতিবছর যে অনুষ্ঠান করা হয় সেই অনুষ্ঠানের সংখ্যা অনেকটাই কমিয়ে আনা হয়। শুধু তাই নয় করোনা সংক্রমনের যে বিধি-নিষেধ সেগুলিকে মান্যতা দিয়েই আজ নদীয়ার কৃষ্ণনগর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রজাতন্ত্র দিবস পালন করা হলো।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.