বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীসহ ৪২ জনের মনোনয়ন পত্র দাখিল

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৪ টা পর্যন্ত উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারের কাছে মনোনয়ন পত্র মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা।
মেয়র পদে বর্তমান মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল, উপজেলা বিএনপির সদস্য সচিব ফকরুজ্জামান মতিন ও সাবেক ভিপি আনোয়ার হোসেন বাহাদুর সহ সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উল্লেখ্য, মনোনয়ন পত্র বাছাই হবে ১৫ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি থেকে এবং ভোট গ্রহণ হবে ৯ মার্চ।
এবারের নির্বাচনে ১২ টি ভোট কেন্দ্রে মোট ৩৫ হাজার ৫১৮ জন ভোটার প্রথম বারের মত ইভিএমে তাঁদের ভোট প্রদান করবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.