বকশীগঞ্জে সাংবাদিকের উপর হামলাকারী রাসেলের জামিন নামঞ্জর

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বাংলানিউজের জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম ও তার স্ত্রীর উপর হামলাকারী বধুয়া গার্মেন্টস এর মালিক রাসেল খন্দকারের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
আজ মঙ্গলবার দুপুরে জামালপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তানভির আহামেদ এ আদেশ দেন। জামালপুর কোর্ট পুলিশের জিআরও শাহাজান মিয়া এ তথ্য দেন।
এর আগে সাংবাদিক নাদিম ও তার স্ত্রীর উপর হামলার ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি মামলা করেন সাংবাদিক নাদিম। মামলা নং-৩০।
প্রসঙ্গত, চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেও রোববার বকশীগঞ্জ বাজারের বধুয়া ফ্যাশন নামের দোকানটি খোলা রেখে পণ্যবিক্রি করছিল।
বিষয়টি সাংবাদিক নাদিমের নজরে এলে দোকানটির ছবি তুলে তার ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
এ নিয়ে ওই দোকানের মালিক সেলিম রেজা ও তার দুই ছেলে সাংবাদিক নাদিমের ওপর ক্ষুব্ধ হয়।
গতকাল সোমবার দুপুরে উপজেলার গোয়ালগাঁও কমিউনিটি ক্লিনিক থেকে স্ত্রী মনিরা বেগমকে সঙ্গে নিয়ে মোটরসাইলে বাসায় ফিরছিলেন নাদিম।
পথে বধুয়া ফ্যাশনের সামনে দিয়ে আসার সময় দোকান মালিক সেলিম রেজা ও তার দুই ছেলে তাদের পথরোধ করে মারধর শুরু করেন। পরে বকশীগঞ্জ থানা পুলিশ রাসেলকে আটক করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.