বকশীগঞ্জে মাদ্রাসা ছাত্রীর বাল্যবিবাহ পন্ড, ভ্রাম্যমাণ আদালতে বাবাকে অর্থদন্ড!


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে উসরাত জাহান রিতু (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রী। গতকাল রোববার রাত ৮ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা দাস ওই ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করে দেন।
পন্ড করে দেন বিয়ের সকল আয়োজন। একই সঙ্গে নিজের মেয়ের বাল্য বিবাহের আয়োজন করায় বাবা আছমত আলীকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা দাস।
জানা গেছে, বকশীগঞ্জ পৌর শহরের পাখিমারা গ্রামের আছমত আলীর মেয়ে বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী উসরাত জাহান রিতুর রোববার বিয়ের দিন ধার্য্য করা করা হয়। বিয়ে উপলক্ষে বাড়িতে সকল আয়োজন সম্পন্ন করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিয়ে বাড়িতে হানা দেন এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বাবা আছমত আলীকে বাল্যবিবাহের আয়োজন করার দায়ে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ আইন মোতাবেক ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস।
এ সময় উপজেলা মহিলা বিয়ষক কার্যালয়ের সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে ১৮ বছরের আগে নিজ মেয়েকে বিয়ে না দেওয়ার শর্তে ভ্রাম্যমাণ আদালতে মুচেলিকা দিয়ে ছাড়া পান আছমত আলী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.