বকশীগঞ্জে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে “আমরা সবাই কোভিড-১৯ প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি,নতুনভাবে টেকসই বিশ্ব গড়ি” প্রতিপাদ্য বিষয় নিয়ে ২৯ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২২ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সমাজ ভিত্তিক উন্নয়ন সংগঠনের জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার অক্সফ্যাম বাংলাদেশের আর্থিক সহযোগিতায় এবং উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের অয়োজনে মেরুচরচর ইউনিয়নের মাদারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা। উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তার ওরিয়েন্টেশনটি পরিচালনা করেন।
ওরিয়েন্টেশনে মেরুরচর ইউনিয়নের বিভিন্ন সমাজ ভিত্তিক সংগঠন (সিবিও) নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
ওরিয়েন্টেশনে প্রতিবন্ধী মানুষের নিরাপদ পানি, স্যানিটেশন ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়, প্রতিবন্ধিতার ধরন, প্রতিবন্ধী ব্যক্তির াধিকার ও সুরক্ষা আইন ২০১৩ নিয়ে আলোচনা,পরিবার ও সমাজে প্রতিবন্ধী মানুষের অবস্থা ও অবস্থান, প্রতিবন্ধী মানুষের ক্ষেত্রে পরিচর্যাকারী, প্রতিবন্ধী বিষয়ক বাংলাদেশ সরকারের নীতিমালা , সামাজিক নিরাপত্তা বেষ্টনির ধারণা সহ বিভিন্ন বিষয়ের আলোকে আলোচনা করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.