বকশীগঞ্জে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২০২১ এর আওতায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও মাস ব্যাপি ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আজ মঙ্গলবার বেলা ১১ টায় বকশীগঞ্জ সরকারি উলফাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুুকদার।
জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বজলুল করিম তালুকদার শাহীন, বকশীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, বকশীগঞ্জ সরকারি ভোকেশনাল ইনস্টিটিউট এর সুপারিনটেনডেন্ট সোহরাব হোসেন , বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুুমুল হক সিদ্দিকী, সারমারা নাসর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ওমর আল ফারুক, ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন।
প্রতিযোগিতায় ৮ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.