মুখ্যমন্ত্রীর আগমনে মানুষের ভিড় বোলপুর শান্তি নিকেতনে 

(মুখ্যমন্ত্রীর আগমনে মানুষের ভিড় বোলপুর শান্তি নিকেতনে–ছবি: সংগৃহীত)
কলকাতা প্রতিনিধি: মুখ্যমন্ত্রীর সভা ঘিরে সকাল থেকেই বোলপুরের রাস্তায় জমায়েত শুরু করেন তৃণমূল কর্মীরা। বেলা বাড়তেই চোখে পড়েছে জনজোয়ার। বোলপুরের লজের মোড় থেকে শুরু করে চৌরাস্তা মোড় হয়ে জামবনিতে গিয়ে শেষ হবে রোড শো। জামবনিতে একটি ছোট মঞ্চ করা হয়েছে। রোড শো শেষে সেখানে বক্তব্য পেশ করবেন মুখ্যমন্ত্রী। রোড সোতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যাবস্থা৷
আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) মমতার রোড শো কার্যত স্বরাষ্ট্রসচিব শ্রী অমিত শাহের রোড শোর জবাব। বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল আগেই বলেছেন, আড়াই লক্ষ মানুষের জমায়েত হবে মঙ্গলবার মমতার এই রোড শো-তে।
মমতার রোড শো-র আগে বিজেপি জেলা নেতৃত্বও দাবি করেছেন, সংলগ্ন বর্ধমান-সহ অন্যান্য জেলাগুলি থেকে লোক এনেছে তৃণমূল। যেমনটা অমিত শাহের রোড শো নিয়ে বহিরাগত তর্জা সেটে দিয়েছিল ৷
আজ মুখ্যমন্ত্রীর আহ্ববানে অসংখ্য মানুষ মিছিলে পা মেলায়৷ এই মঞ্চ থেকে তিনি বলেন বিশ্বভারতীতে ঘৃণ্য রাজনীতির আমদানী করা হয়েছে ৷ তিনিও বলেন রবীন্দ্রনাথ ঠাকুর যেদিন লেখেন “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” সেদিনই সোনার বাংলা তৈরি হয়ে গেছে, নতুন করে আর কাউকে সোনার বাংলা তৈরি করতে হবে না ৷
https://twitter.com/BanglarGorboMB/status/1343856162811219968?s=19
https://twitter.com/BanglarGorboMB/status/1343862470666940416?s=19
https://twitter.com/DidiKeBolo/status/1343838304685342720?s=19
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.