বকশীগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নকল পণ্য বিক্রি করায় দুই ব্যবসায়ী ও মাস্ক ব্যবহার না করায় আজ রোববার (২১ জুন) দুপুরে দুই জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।

চারটি মামলায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আ.স.ম.জামশেদ খোন্দকার ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

জানা গেছে, বকশীগঞ্জ পৌর শহরের বিভিন্ন মার্কেটে দুটি প্রসাধনীর দোকানে নকল পণ্য বিক্রি ও বিএসটিআই এর অনুমোদন ছাড়া পণ্য বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।

এছাড়াও আরো দুজনকে মাস্ক ব্যবহার না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন ইউএনও আ.স.ম.জামশেদ খোন্দকার।

এ সময় স্যানিটারী ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.