বকশীগঞ্জে বিকালে প্রতিবেশির সঙ্গে ঝগড়া সকালে তারই গোঁয়াল ঘরে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ

প্রতীকী ছবি
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিকালে প্রতিবেশির সঙ্গে ঝগড়ার পর সকালে ওই প্রতিবেশির বাড়ির গোঁয়াল ঘর থেকে শরীফুল বেগম (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) সকালে বকশীগঞ্জ থানা পুলিশ বগারচর ইউনিয়নের বালুর চর গ্রামের বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। গৃহবধূ শরীফুল বেগম একই গ্রামের তোমজল হকের স্ত্রী।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র তোমজল হকের স্ত্রী শরীফুলের সঙ্গে প্রতিবেশি খলিল মিয়ার পরিবারের ঝগড়া হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে ঝগড়া বন্ধ হলে রাতে নিখোঁজ হয় শরীফুল বেগম।
সোমবার ভোরে প্রতিবেশি খলিল মিয়ার বাড়ির বাইরের খোলা গোঁয়াল ঘরে গলায় রশি দেওয়া শরীফুলের ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। এখবর জানাজানি হলে থানা পুলিশ সকাল ৯ টার দিকে মরদেহটি উদ্ধার করেন।
বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বিটিসি নিউজকে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহটি জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.