বকশীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শির্ক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বকশীগঞ্জ ক্যাডেট একাডেমির উদ্যোগে অত্র প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধিত শিক্ষার্থীরা হলো- রিয়াদ আল মাহাদী, আব্দুল্লাহ আর রাফী, তাসলিম জাহান ইশা, সুমাইয়া আক্তার মিলি ও মো. সিহাব।
বকশীগঞ্জ ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র একাডেমির চেয়ারম্যান মীর্জা আসাদুল্লাহ (এরশাদ)।
বিশেষ অতিথি ছিলেন একাডেমির পরিচালক জুলফিকার আলী খোকন ও পরিচালক মীর্জা আমীর।
শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার নির্ভয় এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন শিক্ষার্থী অভিভাবক রুহুল আমিন, সহকারী শিক্ষক মিজানুর রহমান মিঠুন, মাহবুবুর রহমান, জাহিদুল ইসলাম প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০২৩ সালে বকশীগঞ্জ ক্যাডেট একাডেমি থেকে ২১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২১ জনই পাশ করেছে। এর মধ্যে চার জন জিপিএ-৫ ও এক জন গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.