বকশীগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ রোধে হাত ধোয়ার উপকরণ বিতরণ


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে প্রত্যন্ত অঞ্চলের মানুষের করোনাভাইরাসের ঝুঁকি ও সংক্রমণ রোধে কমিউনিটি পর্যায়ে আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২ টায় হাত ধোয়ার উপকরণ বিতরণ করা হয়েছে।

অক্সফ্যাম ইন বাংলাদেশের অর্থায়নে এবং উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের উদ্যোগে ৩৫ টি গ্রাম ভিত্তিক সংগঠনের (সিবিও) আওতাধীন ৩৫ টি পরিবারের মাঝে হাত ধোয়ার উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রাঙ্গনে উপকরণ বিতরণ উপলক্ষে করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিভিন্ন সচেতনতামূলক আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম. জামশেদ খোন্দকার।

আলোচনা শেষে হাত ধোয়ার উপকরণ গুলো বিতরণকালে এ সময় বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট,উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তার সহ উন্নয়ন সংঘের ফিল্ড ফ্যাসিলিটেটর গণ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.