বকশীগঞ্জে অভ্যন্তরীন বোরো ধান-চাল সংগ্রহ শুরু


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে চলতি মওসুমে অভ্যন্তরীন বোরো ধান-চাল সংগ্রহ অভিযান ২০২১ এর উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার দুপুর ১২ টায় উপজেলা খাদ্য গুদামে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শহিদুল্লাহ মিয়া, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) শামীমা নাসরিন, মিল মালিক আবুল কালাম উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তার কার্যালয় সূত্র জানা গেছে, চলতি মওসুমে ২৭ টাকা কেজি দরে অ্যাপে নিবন্ধনের মাধ্যমে কৃষকের কাছ থেকে দুই হাজার ৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।
এছাড়াও তালিকাভুক্ত ২৬ টি মিল মালিকের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে চাল সংগ্রহ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.