ফ্রান্সে গির্জা পাহারায় একদল মুসলিম যুবক

(ফ্রান্সে গির্জা পাহারায় একদল মুসলিম যুবক–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে খেপেছে মুসলিম বিশ্ব। এমন অবস্থায় ফ্রান্সের একটি গির্জায় পাহারা দিয়েছে এক দল মুসলিম যুবক।

জানা যায়, বেশ কিছুদিন আগে ফ্রান্সের নিচ নামক একটি শহরের গির্জায় ভয়াবহ হামলা ঘটনা ঘটে। এরপর ওই ঘটনা শুনে আঁতকে উঠেন ফরাসি বংশোদ্ভূত মুসলিম ইলিয়াজিদ বেনফেরহাট। পরে তার উদ্যোগে অল সেন্টস হলিডে উইকেন্ডে শহরের একটি গির্জা পাহারা গিয়েছেন তারা।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, তাদের এমন উদ্যোগে আশার আলো জেগেছে বলে জানিয়েছে প্যারিসের ধর্মযাজকরা।

সংবাদ সংস্থা এপিকে বেনফেরহাট বললেন, কিন্তু আমি একজন মুসলিম…আমরা দেশে ইসলামোফোবিয়া দেখেছি। সন্ত্রাস দেখেছি।

তিনি বলেন, যতবার ফ্রান্সে চরমপন্থিরা আঘাত হানে, ততবার ফরাসি মুসলিমদের অপবাদ দেওয়া হয়। অথচ এই হামলার ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পৃক্ততাই থাকে না।

তিনি আরও বলেন, অন্য সব কিছুর আগে আমার বড় পরিচয় আমি একজন ফরাসি। আমার মায়ের জন্ম আলজেরিয়ায়। কিন্তু আমার জন্ম ফ্রান্সে। আর এদেশেই আমার বেড়ে ওঠা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.