ফের রাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

 

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ফের আন্দোলনরতরা বিক্ষোভ শুরু করেছে। আজ মঙ্গলবার বেলা পৌনে বারটার দিকে মিছিলটি রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার থেকে শুরু হয়ে প্যারিস রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় কোটা সংস্কার দাবিতে নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

মিছিলটি রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার থেকে শুরু হয়ে প্যারিস রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় কোটা সংস্কার দাবিতে নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

কোটা সংস্কার করে ১০ শতাংশে নামিয়ে আনাসহ পাঁচদফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে ।

অন্যদিকে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর শিক্ষার্থীরা রাজশাহী নাটোর মহাসড়কে অবস্থান করতে গেলে পুলিশ বাধায় শহীধ মিনারে অবস্থান করছে। এসময় কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে শিক্ষাথীরা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.