রাজশাহীতে আন্তর্জাতিক হোমিওপ্যাথি দিবস পালিত

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৩ তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক হোমিওপ্যাথি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার ১১ টার দিকে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে মিয়াপাড়াস্থ কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, নগর সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে রাহোমেকহার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও সভাপতি নাছিমা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অতিরিক্ত পরিচালক জাফরুল্ল্যাহ কাজল, সাহিত্যিক ও বীর মুক্তিযোদ্ধার কবি প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, রাহোমেকহার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সার্বিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাসনীম জাহান প্রমূখ ।
আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন, রাহোমেকহার বিশ^ হোমিওপ্যাথি দিবস উদযাপন কমিটির ডাঃ আনিসুর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.