ফের বেকায়দায় কংগ্রেস, সোনিয়া-রাহুলকে সমন

বিটিসি আন্তর্জাতিক ডেস্কফের ন্যাশনাল হেরল্ড মামলায় বেকায়দায় কংগ্রেস। নতুন করে আর্থিক দুর্নীতির মামলায় সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে সমন পাঠিয়েছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, রাহুল ও সোনিয়ার বিরদ্ধে বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
কংগ্রেসের দাবি, বিরোধীদের কণ্ঠস্বর দমিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে নরেন্দ্র মোদি সরকার। কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘১৯৪২ সালে ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের যাত্রা শুরু হয়েছিল। সেই সময় ব্রিটিশরা (সংবাদপত্রের) কণ্ঠস্বর দমানোর চেষ্টা করেছিল। এখন একই কাজ করছে মোদি সরকার।
এর আগে এপ্রিলে ন্যাশনাল হেরল্ড মামলায় কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেকে তলব করেছিল ইডি। সেই সময় ইডির কর্মকর্তারা জানিয়েছিলেন, আর্থিক নয়ছয়ের মামলায় খাড়গের বক্তব্য গুরুত্বপূর্ণ। এবার সরাসরি সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে সমন পাঠাল ইডি।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, আগামী ৮ জুন ইডির দফতরে হাজিরা দিতে হবে দুই শীর্ষ কংগ্রেস নেতাকে। এদিকে কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি জানিয়েছেন, সোনিয়া ও রাহুল দুজনেই নির্দিষ্ট দিনে ইডির দফতরে হাজিরা দেবেন। তবে রাহুলের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে থাকার জায়গার ব্যবস্থা করতে অনুরোধ করেছেন তিনি। একইসঙ্গে সিংভি জানিয়ে দিয়েছেন, তাদের বিরুদ্ধে আর্থিক নয়ছয় বা লেনদেনের কোনো প্রমাণ নেই। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.